News71.com
 Sports
 12 Mar 17, 01:42 PM
 663           
 0
 12 Mar 17, 01:42 PM

শততম টেস্ট দলের নাম ঘোষণা করল বাংলাদেশ

শততম টেস্ট দলের নাম ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ১৫ মার্চ থেকে শ্রীলঙ্কার পি. সারা ওভালে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। এই টেস্টটি সিরিজের দ্বিতীয় টেস্ট হলেও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের শততম টেস্ট। শততম টেস্টকে সামনে রেখে শনিবার রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে অন্তর্ভূক্ত হয়েছেন ইমরুল কায়েস। স্কোয়াড থেকে বাদ পড়েছেন কামরুল ইসলাম রাব্বী। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তাকে।

১৬ সদস্যের স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। উল্লেখ্য, ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টটি ২৫৯ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। প্রথম টেস্টে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় তথা শততম টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন