News71.com
 Sports
 11 Mar 17, 11:17 AM
 648           
 0
 11 Mar 17, 11:17 AM

প্রথম সেশনটা ভালোমতো কাটাতে পারলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ও সম্ভব ।। ক্রিকেটার সাকিব আল হাসান

প্রথম সেশনটা ভালোমতো কাটাতে পারলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ও সম্ভব ।। ক্রিকেটার সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সামনে অসম্ভব একটা সমীকরণ দাঁড় করে দিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৪৫৭ রানের সেই বিশাল লক্ষ্য মাড়িয়ে জয়টা বাংলাদেশের জন্য হয়ে উঠেছে সোনার হরিণের মতো। তবুও আশার ভেলায় ভাসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দিন শেষে বাংলাদেশের পক্ষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। ম্যাচটা ড্র করতে পারলেই খুশি সাকিব, তবে জয়ও নাকি দুরহ ব্যাপার নয়। ‘আমাদের মূল লক্ষ্য ড্র করা। কিন্তু শনিবার (১১ মার্চ) প্রথম সেশনটা ভালোমতো কাটাতে পারলে জয়ও সম্ভব।’

ড্র করতে জুটি গড়তে হবে বলে মনে করছেন সাকিব। ‘আমাদের হাতে এখনও দশ উইকেট। মনে হচ্ছে, ভালো কয়েকটা জুটি গড়তে হবে। তাহলে ম্যাচটা বাঁচানো সম্ভব। দিনের শুরুটার ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।’

এদিকে চতুর্থ দিন শেষে বাংলাদেশ এখনও ৩৯০ রান পিছিয়ে। শনিবার (১১ মার্চ) ১৩ রানে তামিম ইকবাল আর ৫৩ রান নিয়ে পঞ্চম দিন ব্যাটিংয়ে নামবে সৌম্য সরকার। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৯৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে তৃতীয় দিনে বাংলাদেশ ৩১২ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

এর আগে ১৮২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। বাংলাদেশি বোলারদের হতাশা উপহার দিয়ে ধীরে ধীরে লিডকে বিশাল সংগ্রহের দিকে নিয়ে যায় তারা।

চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশকে উইকেট পাইয়ে দেন তাসকিন আহমেদ। ৩২ রান করা করুনারাতেœকে বিদায় করেন তাসকিন। কিন্তু আরেক ওপেনার উপুল থারাঙ্গাকে আটকাতে পারেননি সাকিব-রিয়াদরা! শেষ অবধি ১১৫ রানের দারুন ইনিংস খেলে মিরাজের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান থারাঙ্গা।

তবে প্রথম ইনিংসে ১৯৪ রান করা কুশাল মেন্ডিস এদিন ফিরেছেন ১৯ রান করে। দলীয় ১৩৪ রানের মাথায় সাকিব আল হাসানের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মেন্ডিস। প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারানোর পরও স্বাচ্ছন্দ্যে খেলে যায় শ্রীলঙ্কার অন্যান্য ব্যাটসম্যানরা।

বিশেষ করে বলের গুণাগুণ বিবেচনা করে দেখেশুনে তাসকিনদের খেলে যান দিনেশ চান্দিমাল। অবশ্য তাঁকে সঙ্গ দিতে গিয়ে ফিরে গেছেন আরও দুই ব্যাটসম্যান-গুনারাতেœ (০) এবং নিরোশান ডিকভেলা (১৫)। কিন্তু পেরেরাকে নিয়ে নিজের অর্ধশতক পূর্ন করেন চান্দিমাল। শেষ দিকে ৩৩ রান করা পেরেরা মোস্তাফিজের হাতে কাটা পড়েন। এরপরেই ২৭৪ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন