News71.com
 Sports
 08 Mar 17, 09:56 PM
 679           
 0
 08 Mar 17, 09:56 PM

মুস্তাফিজ ভালো করেছে : চন্ডিকা হাথুরুসিংহে

মুস্তাফিজ ভালো করেছে : চন্ডিকা হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক : ‘মুস্তাফিজ ভালো করেছে। ইনজুরি থেকে মাত্রই ফিরেছে ছেলেটা। ২৫ ওভার বোলিং করেছে। স্বাভাবিক বোলিং করেছে। বোলিংয়ে গতিও ছিল। কাটার ও শ্লোয়ারগুলো ঠিকমত ব্যবহার করতে পারছিল। আমি তার বোলিংয়ে সন্তুষ্ট। দিন যত যাবে সে পুরোনো রূপে ফিরে আসবে।’- মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথাগুলো বলছিলেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার (৮ মার্চ) দ্বিতীয় দিন সংবাদ সম্মেলনে শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন হাথরুসিংহে। সংবাদ সম্মেলন শেষে কক্ষের বাইরে দাঁড়িয়ে হাথুরুসিংহে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসা করেছেন। শুধু মুস্তাফিজ না গলে লঙ্কানদের বিপক্ষে ফ্লাট উইকেটে তাসকিন ও শুভাশীষরা প্রথম ইনিংসে ভালো বোলিং করেছে। লঙ্কানদের অলআউটের পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করেছেন পেসাররা। স্পিনার সাকিব ও মিরাজও বল হাতে যাদু দেখিয়েছেন।

বোলিং নিয়ে হাথুরুসিংহে বলেন,‘আমি নো বলটি নিয়ে হতাশ। কিন্তু ওটাতে কিছু করার নেই। টস হেরে এরকম ফ্লাট উইকেটে স্বাগতিক দলকে ৫০০ এর নিচে আটকে দেওয়া দারুণ কিছু। আমরা যদি ওই উইকেটটা নিতে পারতাম অবশ্যই ভালো কিছু হত।’

৪ উইকেট উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজকে অভিনন্দন জানিয়ে হাথুরুসিংহে বলেছেন,‘তার বয়স কত হতে পারে। ১৯! এ বয়সে পাঁচটি টেস্ট টানা খেলছে। এর অর্থ অনেক কিছু। সে ভালো করছে। অশ্বিনের মত করবে এমন প্রত্যাশা তার কাছ থেকে করা ঠিক হবে না।’

দ্বিতীয় দিনের খেলা নিয়ে হাথুরুসিংহে বলেন,‘দুই দল আজ সমানভাবে ভালো খেলেছে। এখনও অনেক সয়ম আছে এ টেস্টে। এ সময়ে কোনো কিছু চিন্তা করা কঠিন। আমরা ১৩৩ করেছি। এখনও ৩৬১ রানে পিছিয়ে আছি। উইকেট এখনও ভালো আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন