News71.com
 Sports
 06 Mar 17, 12:34 PM
 639           
 0
 06 Mar 17, 12:34 PM

ভারতে অনুষ্ঠিত বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ডের বন্যা......

ভারতে অনুষ্ঠিত বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ডের বন্যা......

স্পোর্টস ডেস্ক : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয় বেঙ্গালুরুতে শনিবার। ম্যাচের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৮৯ রানে গুটিয়ে যায় শক্তিশালী ব্যাটিং লাইন আপের দল ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করেছে সফরকারী স্টিভেন স্মিথের দল। ফলে প্রথম ইনিংসে ৪৮ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে অসিরা। মূলত বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় দিনে ভারতের বোলিং তোপে ১৯৭ রানের বিনিময়ে ৬ টি উইকেট হারিয়েছে সফরকারী অস্ট্র্রেলিয়া।

গতকাল রোববার (৫ মার্চ) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে কিছু রেকর্ডের স্বাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। রেকর্ডগুলো হল:

(১) মৌসুমে সবচেয়ে বেশি ওভার : রবিচন্দ্রন অশ্বিন বেঙ্গালুরু টেস্টের দিন পর্যন্ত ৪১ ওভার বল করেছেন। ফলে ভারতের পক্ষে এক মৌসুমে সবচেয়ে বেশি (৬২২) ওভার করার রেকর্ড নিজের নামে করলেন অশ্বিন। এতদিন এই রেকর্ডটি ভারতের সেরা স্পিনার অনিল কুম্বলের নামে ছিল। কুম্বলে ২০০৪-০৫ সালে (৬১২) ওভার করেছিলেন।

(২) অশ্বিনের প্রিয় শিকার ওয়ার্নার : বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এবারের নিয়ে মোট ৮ বার অশ্বিনের শিকার হলেন ওয়ার্নার।

(৩) ১৫ ইনিংসে মাত্র ২ বার : অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ভারতের বিপক্ষে খেলা ১৫ ইনিংসে মাত্র ২ বার ১০ রানের নিচে আউট হলেন। রবিবার স্মিথ ৮ রান করে সাজঘরে ফিরেন।

(৪) জাদেজা-অশ্বিনের তালমিল : রবিন্দ্র জাদেজার বলে ৬ টি ক্যাচ নিলেন রবিচন্দ্রন অশ্বিন। রবিবার অশ্বিন জাদেজার বলে পিটার হ্যান্ডসকোবের ক্যাচ লুফে নেন।

(৫) ৯ ইনিংসের ৫ টি তেই শততম বল খরচ : অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাট রেন’শ টেস্ট ক্রিকেটে ৯ ইনিংসের ৫ টি তেই ১শ’ এর চেয়ে বেশি বল খেলেছেন। রবিবার তিনি ১শ’ ৯৬ বল খেলে ৫ টি চার ও ১ টি ছক্কায় ৬০ রান করেন। রবিবার ইনিংসটি টেস্ট ক্যারিয়ারে তার ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক।

(৬) চতুর্থ নম্বরে এই প্রথম : শন মার্শ চার নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বারের মত রবিবার অর্ধশতক হাঁকিয়েছেন। এর আগে এই পজিশনে খেলা তার স্কোরগুলো ছিল ০, ০, ০, ২ ও ১৬। একই সাথে রবিবার ১৯৭ বলে ৪ টি চারে ৬৬ রান করার ফলে টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে ৬ষ্ঠ অর্ধশতকের ইনিংস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন