News71.com
 Sports
 04 Mar 17, 07:41 PM
 663           
 0
 04 Mar 17, 07:41 PM

১৮৯ রানেই অলআউট ভারত!

১৮৯ রানেই অলআউট ভারত!

স্পোর্টস ডেস্ক : চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়েছে ভারত। অফ স্পিনার নাথান লায়ন নিয়েছেন ৮ উইকেট। মূলত লায়নের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলে স্বাগতিকরা। সিরিজে ফেরার ম্যাচে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১১ রানে আউট হন অভিনব মুকুন্দ। মিচেল স্টার্কের বলে লেগ বিফোর হন এই ওপেনার। এরপর কে এল রাহুল ও চেতেশ্বর পূজারা মিলে যোগ করেন ৬১ রান। দলীয় ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ১৭ রান করে বিদায় নেন পূজারা। এরপরই ভারতীয় ইনিংসে ধস নামে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

একটা প্রান্তে ম্যাচের আশা বাঁচিয়ে রাখেন রাখেন রাহুল। তবে অপরপ্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। ১২ রান করে কোহলি আউট হওয়ার পর ১৭ রান করে রাহানেও ফিরে যান। ভারতীয় ক্রিকেটের এই দুই ব্যাটিং স্তম্বকে ফিরে দেন নাথান লায়ন। করুন নায়ারকে ২৬ রান করে তাঁকে ফিরিয়ে দেন ও’কিফ। এরপর একে একে অশ্বিন, জাদেজা, রাহুল, উমেশ যাদব ও ইশান্ত শর্মাকে ফিরিয়ে দেন নাথান লায়ন। ভারতের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন কে এল রাহুল। ৫০ রানে আট উইকেট নিয়ে ভারতীয় ইনিংসটাকে ভেঙে দেন নাথান লায়ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন