News71.com
 Sports
 04 Mar 17, 11:25 AM
 699           
 0
 04 Mar 17, 11:25 AM

খেলাত হেড করতে গিয়ে জ্ঞান হারালেন স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্ডো টোরেস ।।

খেলাত হেড করতে গিয়ে জ্ঞান হারালেন স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্ডো টোরেস ।।

 

স্পোর্টস ডেস্কঃ হেড করতে উঠে মাথায় আঘাত পেয়ে মাঠেই জ্ঞান হারালেন স্পেনের তারকা স্ট্রাইকার ও অ্যাটলেটিকো মাদ্রিদ এর ফার্নান্ডো টোরেস। গত বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচ চলছিল অ্যাটলেটিকো বনাম ডের্পোটিভো লা করুনার মধ্যে। খেলার সময় তখন ৮৫ মিনিট। হেড করতে উঠে বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে সংঘর্ষে মাঠে লুঠিয়ে পড়েন টোরেস। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তারকা এই স্ট্রাইকার। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্ক্যান রিপোর্টে টোরেসের মাথায় অবশ্য কোন চোট ধরা পড়েনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তারকা স্ট্রাইকার এখন স্থিতিশীল আছেন। পরে টুইটারে টোরেস নিজেও জানান যে তিনি সুস্থ আছেন। দ্রুত মাঠে ফেরার ব্যাপারেও আশাবাদী তারকা স্ট্রাইকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন