News71.com
 Sports
 14 Feb 17, 01:20 PM
 707           
 0
 14 Feb 17, 01:20 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এবারের নিলামের তালিকায় আফগানিস্তানের ৫ ক্রিকেটার ।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এবারের নিলামের তালিকায় আফগানিস্তানের ৫ ক্রিকেটার ।।

 

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন আফগানিস্তানের ৫ ক্রিকেটার। রয়েছেন সংযুক্ত আরব আমিরাতেরও একজন! আফগান প্লেয়াররা হচ্ছেন অধিনায়ক আসগর স্তানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদ, রশিদ খান এবং দাওলাত জাদরান। আরব আমিরাত থেকে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান চিরাগ সুরি।

আগামী ২০ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে নিলাম। প্রাথমিক তালিকায় মোট ৭৯৯ জন ক্রিকেটার ছিলেন। সেখান থেকে মূল তালিকায় রয়েছেন ৩৫১ জন। এর মধ্যে ১২২ জন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ার। বাংলাদেশ তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে অবশ্য আগেই রেখে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের সঙ্গে পূর্বের চুক্তি রয়েছে। সাকিবের ওপর এবারও ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ তো মোস্তাফিজকে ছাড়ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন