News71.com
 Sports
 14 Feb 17, 11:08 AM
 752           
 0
 14 Feb 17, 11:08 AM

ভারত-পাক দ্বিপাক্ষীয় সিরিজ বাতিল হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ২০০ মিলিয়ন ডলার ক্ষতি !!!   

ভারত-পাক দ্বিপাক্ষীয় সিরিজ বাতিল হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ২০০ মিলিয়ন ডলার ক্ষতি !!!      

 

স্পোর্টস ডেস্কঃ ভারত দ্বিপাক্ষীয় সিরিজ বাতিল করায় পাকিস্তান প্রায় ২০০ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীণ হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে একথ বলেন তিনি। এছাড়া এই বিষয়ে আইনী পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন তিনি। তিনি বলেন, সম্প্রতি আইসিসির সভায় বিসিসিআইয়ের এক প্রতিনিধিকে আমরা ক্ষতির বিষয়টি জানিয়েছি। বিসিসিআই তাদের সিদ্ধান্তকে সম্মান জানায়নি। 

২০১৪ সালে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে একটি ‍চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে বলা হচ্ছে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ৬ টি দ্বিপাক্ষীয় সিরিজ খেলবে দুই দেশ। এর মধ্যে ৪টির আয়োজক হবে পাকিস্তান। কিন্তু চুক্তি অনুযায়ী ভারত সহযোগিতা করছে না দাবি করে শাহরিয়ার খান বলেন, আমরাআইনী পদক্ষেপ নেবো। কারণ তাদের জন্য আমাদের প্রায় ২০০ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন