News71.com
 Sports
 11 Feb 17, 12:09 AM
 808           
 0
 11 Feb 17, 12:09 AM

পাইকগাছায় অনুষ্ঠিত ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে নিউজ৭১ ক্রিকেট দল চ্যাম্পিয়ন

পাইকগাছায় অনুষ্ঠিত ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে নিউজ৭১ ক্রিকেট দল চ্যাম্পিয়ন

 

স্পোর্টস ডেস্ক : পাইকগাছায় অনুষ্ঠিত ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে নিউজ৭১ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দিনের শুরুতে নির্ধারিত সোলাদানা ক্রিকেট দলের সাথে নিউজ ৭১ এর খেলার মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয় । টচে জিতে সোলাদানা প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয়। নিউজ ৭১ ক্রিকেট দল ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৮৬ রান করে। যারমধ্যে দলের পক্ষে ৬৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তরুন সম্ভবনাময় ক্রিকেটার রুদ্র । নিউজ৭১ ক্রিকেট দলের করা ৮৬ রানের জবাবে ব্যাট হাতে মাঠে নেমে মাত্র সোলাদানা ক্রিকেট দলের ইনিংস মাত্র ৩২ রানে গুটিয়ে যায় । এই ইনিংসে নিউজ৭১ এর হয়ে সোহান ২ টি ও রুদ্র ১ টি উইকেট লাভ করেন।

দিনের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনালে নিউজ ৭১ মুখামুখি হয় রূপালী ব্যাংক ক্রিকেট একাদশের । ফাইনাল ম্যাচে টচে জিতে নিউজ ৭১ ক্রিকেট দলের অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে নিউজ ৭১ এর ব্যাটসম্যানদের ব্যাটিং দাপটে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ রূপালী ব্যাংক একাদশের বোলাররা । নিউজ ৭১ এর ব্যাটসম্যানদের ব্যাটিং যাদুতে নির্ধারিত মাত্র ৬ ওভারে ১০২ রানের পাহাড় গড়েন তারা। এই ইনিংসে দলের পক্ষে জনি ৫১, রুদ্র ২৯ রান সংগ্রহ করে। ১০২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রূপালী ব্যাংক একাদশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৭ রানে। এই ইনিংসে নিউজ ৭১ এর পক্ষে মোহন ২টি ও সোহান ১ টি উইকেট লাভ করে । বিজয়ীদলের রুদ্র'র বাটিং ও বোলিং দেখে তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করেন বিচারকরা। এদিকে পাইকগাছায় ৮ দলীয় ক্রিকেট প্রতিযোগিতার নিউজ৭১ ক্রিকেট দল দাপটের সাথে জয়লাভ করায় টিমের সকল খেলোয়াড ও টিমের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছন নিউজ ৭১ এর সম্পাদক অজয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন