News71.com
 Sports
 09 Feb 17, 01:35 PM
 711           
 0
 09 Feb 17, 01:35 PM

ভারতের টেনিস স্টার সানিয়া মির্জার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ।।

ভারতের টেনিস স্টার সানিয়া মির্জার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ।।

স্পোর্টস ডেস্কঃ কর ফাঁকি দেওয়ার অভিযোগে নোটিশ পাঠানো হলো ভারতের টেনিস স্টার সানিয়া মির্জাকে। আগামী ১৬ই ফেব্রুয়ারি নিজে অথবা স্বীকৃত কোনও এজেন্টকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ৬ই ফেব্রুয়ারি সানিয়াকে সমন পাঠিয়েছেন পরিষেবা কর দপ্তরের প্রিন্সিপ্যাল কমিশনার। নোটিশে বলা হয়েছে, ‘পরিষেবা কর অনাদায়ের অভিযোগে আপনার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে ।

আপনার কাছে তদন্ত করার মতো কোনও তথ্য বা/এবং নথি ও জিনিসপত্র রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। কাজেই সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্ট, ১৯৯৪-এর আইনে আপনাকে সমন পাঠানো হচ্ছে। আগামী ১৬ই ফেব্রুয়ারি আপনাকে অথবা আপনার কোনও স্বীকৃত এজেন্টকে তথ্য-প্রমাণ সহকারে উপস্থিত থেকে নিজের সপক্ষে যুক্তি দিতে হবে। আপনার থেকে প্রমাণ হিসেবে নথিও চাওয়া হতে পারে।’
কোনও আইনি যুক্তি ছাড়াই সানিয়া হাজিরা না দিলে বা ইচ্ছাকৃতভাবে প্রমাণ দাখিল করতে না চাইলে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি মেনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন