News71.com
 Sports
 19 Jan 17, 12:28 PM
 684           
 0
 19 Jan 17, 12:28 PM

আগামীকাল শুক্রবার ক্রাইস্টচার্চ টেস্টে খেলছেন না অধিনায়ক মুশফিক ।। টাইগারদের নেতৃত্ব দেবেন তামিম

আগামীকাল শুক্রবার ক্রাইস্টচার্চ টেস্টে খেলছেন না অধিনায়ক মুশফিক ।। টাইগারদের নেতৃত্ব দেবেন তামিম

স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত অনুমানটাই সত্যি হয়ে দাঁড়াল। আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক তামিম ইকবাল। ক্রাইস্টচার্চে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তামিম ইকবাল ।

ওয়েলিংটন টেস্টে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংসটির পথে বাঁ হাতের বুড়ো আঙুল আর ডান হাতের তর্জনীতে চোট পান মুশফিক। পরে দ্বিতীয় ইনিংসে বল লাগে হেলমেটে। সেটা সমস্যা করেনি, সেরে উঠেছে তর্জনীও। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল বুড়ো আঙুল। বুড়ো আঙুলের চোটই ছিটকে দিয়েছে টেস্ট অধিনায়ককে। সেই আঙুলে এখনও ভীষণ ব্যথা রয়েছে। রয়েছে ফোলা ।

সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বটা স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে গেছেন তামিম। এই বাঁহাতি ওপেনার হতে যাচ্ছেন বাংলাদেশের নবম টেস্ট অধিনায়ক। অন্যদিকে মুশফিকের জায়গায় এবার উইকেটের পেছনে দাঁড়াবেন নুরুল হাসান। ক্রাইস্টচার্চেই হতে যাচ্ছে তার টেস্ট অভিষেক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন