News71.com
 Sports
 15 Jan 17, 08:24 PM
 672           
 0
 15 Jan 17, 08:24 PM

পুনেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩৫১ রানের টার্গেট দিলো ইংল্যান্ড ।।

পুনেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩৫১ রানের টার্গেট দিলো ইংল্যান্ড ।।

 

স্পোর্টস ডেস্কঃ পুনেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩৫১ রানের টার্গেট দিলো সফরকারী ইংল্যান্ড। আজ রবিবার টসে হেরে ব্যটি করতে নেমে জো রুটের ৭৮ ও জেসন রয়ের ৭৩ রানের উপর ভর করে ৩৫০ রান করে ইংল্যান্ড ।

ভারতের হয়ে দু’টি করে উইকেট লাভ করেন হার্দিক পান্ডে ও জাসপ্রিত বুমরাহ। একটি করে নেন উমেশ যাদব ও রবিন্দ্র জাদেজা। এদিন এমসিএ স্টেডিয়ামে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান বিরাট কোহলি। শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড।  দলীয় ৩৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা।  দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন জেসন রয় ও জো রুট। ৭৩ রানের ইনিংস উপহার দেন রয়। সর্বোচ্চ ৭৮ রান করেন ইংলিশদের ব্যাটিং স্তম্ভ রুট ।

অধিনায়ক ইয়ন মরগান ২৮ ও জস বাটলার ৩১ রান করে ফেরেন। টি-টোয়েন্টির মেজাজে ব্যাট চালান বেন স্টোকস। ২টি ৪ ও ৫টি ছক্কায় তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৬২। ৬৩ রান খরচায় উইকেটশূন্য থাকেন রবিচন্দ্রন অশ্বিন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন