News71.com
 Sports
 15 Jan 17, 06:31 PM
 697           
 0
 15 Jan 17, 06:31 PM

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে ইংল্যান্ড ।।

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে ইংল্যান্ড ।।

 

স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজ শেষে দীর্ঘ বিরতির পর আজ রবিবার থেকে শুরু হলো ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এ দিন টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। এই ম্যাচ দিয়ে স্বল্পদৈর্ঘ্যর ক্রিকেটে অভিষেক হলো অধিনায়ক কোহলির ।

ভালো শুরুর পর হঠাৎই ছন্দপতন ঘটে ইংলিশ শিবিরে। জসপ্রিত বুমরাহর থ্রো তে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অ্যালেক্স হ্যালস। ইংল্যান্ডের দলীয় রান তখন ৩৯। আউট হওয়ার আগে ১৮ বলে ৮ রান করতে সক্ষম হন এই ইংলিশ ওপেনার। এরপরই হাফ সেঞ্চুরি পূরণ করেন জেসন রয় ।

৩৬ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে তিনি এই মাইলফলকে পৌঁছান। জেসন রয়ের নতুন সঙ্গী হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। এই রিপোর্ট লেখা পর্যন্ত জেসন রয় ৬৬ এবং রুট ১৭ রানে অপরাজিত আছেন। ১৭ ওভার শেষে ইংলিশদের স্কোর ১ উইকেটে ৯৯ রান। উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ভারতের একাদশে স্থান পেয়েছেন হার্ডহিটার ব্যাটসম্যান কাম অকেশনাল বোলার যুবরাজ সিং ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন