News71.com
 Sports
 09 Jan 17, 01:33 PM
 733           
 0
 09 Jan 17, 01:33 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের জার্সি উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের জার্সি উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রিয়াল মাদ্রিদ তারকা ও পর্তুগীজ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো তার নিজ দেশ পর্তুগাল জাতীয় দলের ‘সাত’ নম্বর জার্সিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে পাঠিয়েছেন ।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও কস্তা এ ফুটবল তারকার উপহারটি মোদীর হাতে পৌঁছে দেন। নরেন্দ্র মোদি জার্সিটি পাবার পর টুইটারে ছবি দিয়ে লিখেছেন, "পর্তুগাল ফুটবল দলের সেই জার্সিতে রোনালদোর অটোগ্রাফও রয়েছে । "

এ সময় মোদী আরও জানান, ‘আমরা ফুটবল অনুরাগী। ভারতে ফুটবলের দ্রুত উন্নয়ন ঘটছে। আর ফুটবল বিশ্বে পর্তুগাল অনেক বড় একটি শক্তি। দুই দেশের বিকাশমান অংশীদারিত্ব খেলাধুলার জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে আর তা ফুটবলের জন্যই ভালো হবে বলে মনে করি । ’

বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও কস্তা নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে ৭ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারতে রয়েছেন। আলোচনায় তারা খেলাধুলায় আরও অগ্রগতির স্বার্থে ফুটবল স্কুল, ছাত্র ও কোচ বিনিময়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন