News71.com
 Sports
 09 Jan 17, 01:28 PM
 727           
 0
 09 Jan 17, 01:28 PM

আফগান ক্রিকেটার শাপুর জাদরানকে লক্ষ্য করে গুলি ।।

আফগান ক্রিকেটার শাপুর জাদরানকে লক্ষ্য করে গুলি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান ক্রিকেটার শাপুর জাদরান অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। অজ্ঞাতপরিচয়ের এক আততায়ী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লেও এই ক্রিকেটারের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে ।

গত শনিবার ভাইকে নিয়ে গাড়িতে করে নিজের বাড়িতে ফিরছিলেন আফগানিস্তানের পেস বোলার শাপুর জাদরান। কাবুলের বাগরামি এলাকায় যখন তার গাড়ি পৌঁছেছে, তখনই এক অজ্ঞাতপরিচয় আততায়ী তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে ।

কয়েক রাউন্ড গুলি চালানোর পর আততায়ী সেখান থেকে পালিয়ে যায়। জাদরান বা তার ভাইয়ের কোনও ক্ষতি অবশ্য হয়নি। আফগান এই ক্রিকেটারের ওপর এর আগেও প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় এখনও কোনও মন্তব্য করেনি। দেশের হয়ে এখনও পর্যন্ত ৩৯ টি এক দিনের ও ২৭ টি টি ২০ ম্যাচ খেলেছেন এই দীর্ঘদেহী পেসার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন