News71.com
 Sports
 08 Jan 17, 01:35 PM
 741           
 0
 08 Jan 17, 01:35 PM

ওয়ানডের পর T20 তেও নিউজিল্যান্ডর কাছে ব্যার্থ হলো টাইগাররা

ওয়ানডের পর T20 তেও নিউজিল্যান্ডর কাছে ব্যার্থ হলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক : আবারো ব্যর্থ হল বাংলাদেশ। ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশকে ২৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে, টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে, ব্যাট করতে নেমে, ৬ উইকেটে ১৬৭ রানে থামে মাশরাফিদের ইনিংস।

বে ওভালে ব্যাট করতে নেমে, শুরুতেই ১৫ রান করা নিশামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রুবেল হোসেন। টাইগার পেসারের ঝরো আঘাতে শূন্য রানে ফেরেন মুনরো। শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর মোসাদ্দেকের বলে ইমরুলের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে ফেরেন ব্রুস। তিন উইকেট হারানো কিউইদের হয়ে বিপর্যয় সামলে, রানের চাকা সচল রাখেন উইলিয়ামসন ও অ্যান্ডারসন জুটি। দুজন মিলে ১২৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভীত গড়ে দেন স্বাগতিকদের।

দলীয় ১৬৫ রানে, ৬০ রান করা উইলিয়ামসনকে ফিরিয়ে দুজনের জুটি ভাঙ্গেন রুবেল। এরপর গ্র্যান্ডহোমকে নিয়ে বাকি পথটা একাই পাড়ি দেন অ্যান্ডারসন। মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় নিউজিল্যান্ড। অ্যান্ডারসন অপরাজিত থাকেন ৯৪ রানে। জবাবে, ব্যাট করতে নেমে বেশ দেখেশুনে খেলেন তামিম ও সৌম্য। তবে, দলীয় ৪৪ রানে, ২৪ রান করা তামিমকে ফেরান বোল্ট। এরপর ৪২ রান করা সৌম্যর পর ফিরে যান সাব্বির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন