স্পোর্স্ট ডেস্কঃ হোয়াইটওয়াশ হল পাকিস্তান। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টেও তারা হেরে গেল। যার ফলে অস্ট্রেলিয়া জিতে গেল ২২০ রানে। সেই সঙ্গে সিরিজ জয়লাভ করল ৩–০ ব্যবধানে ।
পঞ্চম দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৪৪ রানে। সরফরাজ আহমেদ সর্বোচ্চ ৭২ করে অপরাজিত থাকেন। এছাড়া শারজিল খান করলেন ৪০। অধিনায়ক মিসবা উল হকের ব্যাট থেকে আসে ৩৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে জোশ হ্যাজলেউড ও স্টিভ ও কিফ ৩টি করে উইকেট পেয়েছেন। নাথান লিওন নিলেন ২টি উইকেট ।
প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের জন্য ম্যাচের সেরা হলেন ডেভিড ওয়ার্নার। সিরিজ সেরা অজি অধিনায়ক স্টিভ স্মিথ। সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩৮/৮ (ডিক্লেয়ার্ড) এর জবাবে পাকিস্তান করেছিল ৩১৫। দ্বিতীয় ইনিংসে অসিরা ইনিংস ডিক্লেয়ার করে ২৪১/২ তুলে ।