News71.com
 Sports
 06 Jan 17, 11:44 AM
 767           
 0
 06 Jan 17, 11:44 AM

নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে  টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে  টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।।

 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা । আজ শুক্রবার মাউন্ট মাউঙ্গুইনের বে ওভালে বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নেমেছে দুই দল । ব্যাটিং উইকেটে টস ভাগ্যে জয়ী বাংলাদেশ অধিনায়ক ব্যাটিং বেছে নেননি। তার বদলে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন । মাঠে নেমেই দুর্দান্ত এক বেকথ্রু এনে দিয়েছেন মাশরাফি। প্রথম বলেই তুলে নিয়েছেন লুক রনকির উইকেটটি ।

মাশরাফির পর বিশ্বসেরা  অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের প্রথম ওভারেই আগের ম্যাচের জয়ের নায়ক উইলিয়ামসনকে ব্যক্তিগত ১২ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজধরে ফেরান । সাকিবের পর নিজের প্রথম ওভারেই দুর্দান্ত ব্যাটসম্যান অ্যান্ডারসনকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন টাইগারদের উঠতি তারকা মোসাদ্দেক সৈকত ।

এদিকে, ওয়ানডে পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিতে মরিয়া স্বাগতিক নিউজিল্যান্ড। আর সেই লক্ষ্যে মারনোর ব্যাটে ভর করে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে কিউইরা । তার ঝড়ো শতকের উপর ভর করে ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে নিয়েছে স্বাগতিকরা। মুরনো ৫২ বলে ১০০ ও ব্রুস ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন ।

এ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। নেপিয়ারে ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে সমতায় ফেরার লক্ষ্য মাশরাফি বাহিনীর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন