News71.com
 Sports
 04 Jan 17, 01:20 PM
 708           
 0
 04 Jan 17, 01:20 PM

বাংলাদেশ সফরে আসতে আগ্রহী অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশ সফরে আসতে আগ্রহী অস্ট্রেলিয়া ক্রিকেট দল

নিউজ ডেস্ক : বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করল অস্টেলিয়া। এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে দুই টেস্ট সিরিজের বহুল আলোচিত এই সফরটি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড আজ বুধবার এমন তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে দুই টেস্ট খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে নিরাপত্তা সমস্যার অজুহাত দেখিয়ে সফর স্থগিত করে অজিরা। একই কারণে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া।

জেমস সাদারল্যান্ড বলেন,  ‘ইংল্যান্ডের বাংলাদেশে সফরের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট হয়েছি। অস্ট্রেলিয়া দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারলকে পাঠিয়েছিলাম আমরা। সাত থেকে দশ দিনের জন্য তিনি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরপরই বাংলাদেশ সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাংলাদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়েই অস্ট্রেলিয়া দল পাঠাচ্ছে বলে জানান সাদারল্যান্ড। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের কাছ থেকে নিরাপত্তা ইস্যুতে সবোর্চ্চ প্রতিশ্রুতি পেয়েই সেখানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কর্মকর্তা আরো বলেন, ‘বর্তমান সময়ে কোনো কিছুই সম্ভব। তবে ক্রিকেটার, অফিসিয়িালদের সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেই দল পাঠাচ্ছি আমরা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন