News71.com
 Sports
 04 Jan 17, 12:23 PM
 681           
 0
 04 Jan 17, 12:23 PM

আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নই।। সৌরভ গাঙ্গুলী

আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নই।। সৌরভ গাঙ্গুলী

 

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী । যদিও আদালতের রায়ে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে অনুরাগ ঠাকুর ও সচিব পদ থেকে অজয় শিরকেকে বহিষ্কার করার পর থেকে তার নামই চাউর হয়েছে। গাভাস্কারের মন্তব্য এ সম্ভাবনা আরও বাড়িয়ে দেয় ।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার রাতে সৌরভ গাঙ্গুলী বলেন, 'আমার নাম অপ্রত্যাশিতভাবে আসছে। আমি এ পদের যোগ্য না। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হিসেবে আমি মাত্র একবছর পার করেছি । আরও ২ বছর আমার মেয়াদ আছে। আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেই।যদিও সুনীল গাভাস্কার বলেছিলেন, 'আপদকালীন সৌরভই পারেন বোর্ডের হাল ধরে ভাবমূর্তি ফিরিয়ে আনতে ।

এসময় গাভাস্কার ১৯৯৯-২০০০ সালে ভারতের অধিনায়ক হয়ে দলকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়টি স্মরণ করেন। বোর্ডের প্রেসিডেন্ট অপসারণের পর পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে ভারতের সুপ্রিমকোর্ট । তারা হলেন, দেশের সাবেক সলিটরি জেনারেল ফালি নরিম্যন ও সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমনিয়াম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন