News71.com
 Sports
 18 Dec 16, 03:27 PM
 772           
 0
 18 Dec 16, 03:27 PM

নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল ।।

নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল ।।

 

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ৩ ঘন্টার ভ্রমণ শেষে বাংলাদেশ সময় অনুযায়ী আজ রবিবার সকাল সোয়া ১০টায় নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহন করা বিমানটি ।

আসন্ন নিউজিল্যান্ড সফরে কিউইদের বিপক্ষে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সিরিজ শুরু হবে একদিনের ম্যাচ দিয়ে। কিউইদের বিপক্ষে ক্রাইস্টচার্চে ২৬শে ডিসেম্বর প্রথম ওয়ানডের মধ্য দিয়ে। সিরিজের বাকী ২টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাসের ২৯ ও ৩১ তারিখ নেলসনে ।

দু’দিন বিরতির পর ৩ তারিখ থেকে শুরু হবে দু’দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। আগামী বছরের ৬ ও ৮ই জানুয়ারি যথাক্রমে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচগুলো। পরবর্তীতে ১২-১৬ই জানুয়ারি ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের পর ২০-২৪শে জানুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার মধ্য দিয়ে শেষ হবে বিদেশের মাটিতে বাংলাদেশের বহু প্রতীক্ষিত সিরিজটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন