News71.com
 Sports
 13 Dec 16, 08:58 PM
 736           
 0
 13 Dec 16, 08:58 PM

মেসির কোলে সেই পলিথিন জার্সির আফগান শিশু ।।

মেসির কোলে সেই পলিথিন জার্সির আফগান শিশু ।।

স্পোর্টস ডেস্কঃ  অবশেষে সেই আফগান শিশু মেসির দেখা পেল। নীল-সাদা চেকের পলিথিনের ব্যাগ কেটে বানানো লিওনেল মেসির জার্সি গায়ে ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে পাঁচ বছরের আফগান শিশু মুরতাজা আহমাদি।

এর আগে মেসিভক্ত এই শিশু  মেসির অটোগ্রাফসহ সত্যিকারের আর্জেন্টিনার জার্সি পায় কিন্তু সোমবার  মেসির সাথে আজ মঙ্গলবার দেখা হয়ে গেল।   বার্সেলোনা দল এখন কাতারের দোহায় অবস্থান করছে। তারা  কাতারের ক্লাব আল আহলির সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছে।   আর এখানেই মেসির সাথে সেই আফগান শিশুর দেখা হয়ে গেল। মেসি কোলে তুলে নেন তার প্রিয় ভক্তকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন