স্পোর্টস ডেস্কঃ ইনজুরি থেকে ঘুরে দাড়াতে না পেরে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন উইকেট কিপার কাম ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ।
সম্প্রতি ইনজুরির কারনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর ২টি সিরিজ খেলতে পারেননি দলটির ৩২ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান। সেখানে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ফাফ ডু প্লেসিস। এদিকে এই চোটের কারনে আসন্ন শ্রীলঙ্কা সফরেও থাকতে পারছেন না তিনি ।
যে কারনে অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিলিয়ার্স। তবে তিনি মনে করেন, ভারপ্রাপ্ত থাকা অধিনায়ক ডু প্লেসিস ভালোই সামলে নিচ্ছেন তার দল দক্ষিণ আফ্রিকাকে। তাই এখন তার অধীনে দল পরিচালিত হওয়া দরকার ।
এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ব্যক্তিগত প্রয়োজনের চেয়ে দলের প্রয়োজনটা বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে। দক্ষিণ আফ্রিকা দলের টেস্ট অধিনায়ক হওয়াটা দারুণ ব্যাপার। কিন্তু আমি দুটি সিরিজ মিস করেছি। আসন্ন শ্রীলঙ্কা সফরে খেলতে পারবো কিনা, তা নিয়ে রয়েছে সন্দেহ। বর্তমান দলটি অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছে। দলের প্রয়োজনের কথা ভেবেই বলছি, ফাফ ডু প্লেসিসকেই টেস্ট অধিনায়ক করা হোক ।