News71.com
 Sports
 12 Dec 16, 04:50 PM
 768           
 0
 12 Dec 16, 04:50 PM

বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব ও শিশিরের বিবাহবার্ষিকী আজ ।।

বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব ও শিশিরের বিবাহবার্ষিকী আজ ।।

নিউজ ডেস্কঃ বহু তরুণীর হৃদয় হরণ করেছেন বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান। এই অবস্থা বিয়ের পরও চলে আসছে। কিন্তু সাকিবের হৃদয় হরণ করেছিলেন একজন। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহম্মেদ শিশির। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয় ।

পরিচয় থেকে লাজুক সাকিব কীভাবে যেন প্রেমে পড়ে যান শিশিরের। এরপর ২০১২ সালের ১২ই ডিসেম্বর বিয়ে। আজ তাদের চতুর্থ বিবাহ বার্ষিকী। গতবছর বিশ্বের আকর্ষণীয় ক্রিকেটার দম্পতির তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন বাংলাদেশের এই সুপার কাপল ।

গত বছরেই ৯ই নভেম্বর তাদের ঘর আসে নতুন অতিথি আলাইনা হাসান আব্রি। কন্যা-অন্তঃপ্রাণ সাকিব বেশিদিন এই অদ্ভুত মিষ্টি মেয়েকে ছাড়া থাকতে পারেন না। এবার বিপিএলের ফাইনালে মেয়েকে কোলে নিয়েই শিরোপা নেন তিনি। চতুর্থ বিবাহ বার্ষিকীর প্রাক্কালে গতকাল সাকিব চলে গেছেন অস্ট্রেলিয়া। প্রণয়ীণি শিশির নিজের ভেরিফাই্ড ফেসবুক পেইজে তাদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “১২.১২.১২ আমাদের জীবনের সবচেয়ে ম্যাজিক্যাল ডে !

শুভ চতুর্থ বিবাহবার্ষিকী প্রিয় জীবনসঙ্গী। আমাদের জীবনের সিরিজ সবসময়ই পারফেক্ট মাশাআল্লাহ। আরও অনেক অনেক বছর আমরা একসাথে কাটাতে চাই। ” উম্মে আহমেদ শিশিরের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। সাকিব-শিশির জুটির জন্য শুভেচ্ছা এবং শুভকামনা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন