স্পোর্টস ডেস্কঃ সাব-এডিটর কাউন্সিল আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দৈনিক ইত্তেফাক। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের সপ্তম ম্যাচে টান টান উত্তেজনা শেষে ভোরের কাগজের বিপক্ষে এক রানের রোমাঞ্চকর জয় পেয়েছে দৈনিক ইত্তেফাক।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ইত্তেফাক। নির্ধারিত ৬ ওভারে ৭২ রানের রান করেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মাহমুদুল ইসলাম পাভেল। এছাড়া ১১ রান করে করেন মাসুদ, রিয়াদ ও অলক।
৭৩ রান লক্ষ্য তাড়া করতে নেমে ইত্তেফাকের বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে ভোরের কাগজ। তবে তৃতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেন আক্তারুজ্জামান লাভলু (২৫) ও বোরহানউদ্দিন (২১)। তবুও জয় থেকে মাত্র এক রান দূরে থেকে শেষ হয় তাদের ইনিংস।
ইত্তেফাকের পক্ষে দারুণ ব্যাটিং করায় ম্যাচ সেরা হন মাহমুদুল ইসলাম পাভেল। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে সেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও দুই দলকে ম্যাচ ফি প্রদান করা হয়।