স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে তুরিনোকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের হয়ে অন্য গোলটি করেন মিরালেম পাজনিক।
রবিববার রাতে স্তাদিও অলিম্পিকো দি তুনিনোয় মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচে লিড অবশ্য তুরিনই আগে নেয়। খেলার ১৬ মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির হেডে এগিয়ে যায়। কিন্তু ২৮ মিনিটে আর্জেন্টাইন তারকা হিগুইন গোল করলে সমতায় ফেরে জুভিরা। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ওল্ড লেডিরা। জিওর্জিও চিয়েল্লিনির সহায়তায় ম্যাচের ৮২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে লিড এনে দেন হিগুয়েন। খেলার যোগ করা সময়ে পাজনিক গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।
এ জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলো জুভেন্টাস