News71.com
 Sports
 09 Dec 16, 07:41 PM
 686           
 0
 09 Dec 16, 07:41 PM

বিপিএলের ফাইনাল মাতালেন নগর বাউল

বিপিএলের ফাইনাল মাতালেন নগর বাউল

স্পোর্টস ডেস্কঃ  নগর বাউল জেমস মানেই হইচই ব্যাপার! দর্শকদের হর্ষধ্বনি, চিৎকার আর জেমসের কণ্ঠে সুর মেলানো সব মিলে মিশে একাকার হয়ে যায়। অন্যদিকে ক্রিকেটের বড় বিনোদনদায়ী ফরম্যাট টি-টোয়েন্টি।  বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের গ্র্যান্ড ফাইনালে জেমস থাকবেন না তা কি হয়?

ঢাকা বনাম রাজশাহীর মধ্যকার ফাইনাল ম্যাচে আজ দর্শকদের সুরের জাদুতে উন্মাতাল করলেন নগর বাউল জেমস। এবারের বিপিএলের চতুর্থ আসরে উদ্বোধনী দিনের মত সমাপনী দিনেও তেমন কোনো ঝলমলে আয়োজন ছিল না। তবে নিজের দল নিয়ে মাঠে এসছিলেন জেমস। উৎসব শুরুর জন্য কি আরও কিছু লাগে?

খেলা শুরুর আগে জেমসের সাথে গলা মেলালেন দর্শকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম একসাথে গেয়ে উঠল ‘দুঃখীনি দুঃখ করোনা’, ‘মা’ কিংবা ‘বেদের মেয়ে জোছনা’ গানগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন