নিউজ ডেস্কঃ ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর উদ্যোগে এবং জাগোনিউজ২৪.কমের পৃষ্ঠপোষকতায় আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট। ৩২টি গণমাধ্যম অংশ নিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য জানানো হয়েছে। টুর্নামেন্টের স্পন্সর মল ড্রিস্ক ব্রেভার ও কো-স্পন্সর হিসেবে রয়েছে বিস্ক ক্লাব। সম্মেলনে উপস্থিত ছিলেন জাগোনিউজ২৪.কমের সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর সভাপতি নাছিমা আক্তার সোমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক একেএম ওবায়দুর রহমান।