স্পোর্টস ডেস্কঃ নিয়ম রক্ষার ম্যাচে এগিয়ে গিয়েও শেষ ড্র দিয়েই শেষ করতে হলো রিয়াল মাদ্রিদকে। ৫৩ মিনিটের ব্যবধানে ম্যাচে ২-০ গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠলো বরুশিয়া। আর গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠলো রিয়াল। সেই সাথে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও স্পর্শ করলো রিয়াল।
কিন্তু শেষ পর্যন্ত ঐ লিড ধরে রাখতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। ২৮ মিনিটের ব্যবধানে দু’গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে হার এড়িয়ে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
শেষ ১৬ আগেই নিশ্চিত ছিলো বরুশিয়া ও রিয়ালের। কারণ এ ম্যাচের আগে ৫ খেলায় তাদের পয়েন্ট ছিলো যথাক্রমে ১৩ ও ১১।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো বরুশিয়া। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই মধ্য মাঠের দখল নিয়ে নেয় সফরকারী। তবে বরুশিয়াকে চাপে ফেলতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ২৮ মিনিটে স্পেনের ডিফেন্ডার ডানি কারবাহালের সহায়তা নিয়ে গোল করে রিয়ালকে এগিয়ে দেন দলে ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। এই গোলের লিডটা ভালোভাবেই ধরে রেখে ম্যাচের বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর আরও বেশি ভয়ংকর হয়ে উঠে রিয়াল। নিজেদের মাঠের সুবিধা নিয়ে দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে উঠে তারা। রিয়ালের দ্বিতীয় গোলের স্বপ্ন সফল করেন প্রথম গোলের মালিক বেনজামা। ৫৩ মিনিটে কলাম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার জেমস রদ্রিগেজের ক্রসে হেড দিয়ে বরুশিয়ার জালে বল পাঠান বেনজামা।
সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৮৮তম ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৫৩ মিনিটের মধ্যে দু’গোলে এগিয়ে যাবার লিডটা ধরে রাখার পরিকল্পনা আটে রিয়াল। তাই কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে তারা। আর এই সুযোগে রিয়ালের রক্ষণদূর্গে ফাটল ধরায় বরুশিয়া।
অধিনায়ক মার্সেল শ্যামেলজারের দেয়া বল গোলে পরিণত করে ব্যবধান কমান পিয়েরে-এমরিক আউবামেইয়াং। এতে নড়ে চড়ে বসে রিয়াল। তাই আরও বেশি রক্ষণাত্মক হয়ে পড়ে তারা। ফলে সমতার জন্য দ্বিতীয় গোলটির দেখা পাচ্ছিলো না বরুশিয়া।
অবশেষে ৮৮ মিনিটে স্বপ্ন পূরণ হয় বরুশিয়ার। প্রথম গোলের মালিক আউবামেইয়াং-এর কাছ থেকে বল পেলে রিয়ালের জালে জড়ান অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো রিউস।
ফলে ম্যাচে ২-২ সমতা পায় বরুশিয়া। আর এই সমতাতেই শেষ হয় ম্যাচটি। ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ডে জন্ম দিয়েছে বরুশিয়া। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ২১ গোল করে নতুন রেকর্ড গড়ে বরুশিয়া। এর আগে গ্রুপ পর্বে ২০ গোল করে এই রেকর্ডের মালিক ছিলো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ম্যানচেষ্টার ইউনাইটেড।
বরুশিয়ার মত এ ম্যাচে রেকর্ডের স্বাদ পেয়েছে রিয়ালও। তবে ড্র করে। সকল প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে রিয়াল। ১৯৮৮-৮৯ সালে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি আগে জন্ম দিয়েছিলো এই রিয়ালই। তাই পরের ম্যাচটি অপরাজিত থাকলে, নতুন রেকর্ডের জন্ম দিবে রিয়ালই