News71.com
 Sports
 07 Dec 16, 04:21 PM
 666           
 0
 07 Dec 16, 04:21 PM

চ্যাম্পিয়ন্স লিগে মেসি-রোনালদোর কাছাকাছি ওজিল ।।

চ্যাম্পিয়ন্স লিগে মেসি-রোনালদোর কাছাকাছি ওজিল ।।

স্পোর্টস ডেস্কঃ  চ্যাম্পিয়ন্স লিগে গোল সহায়তায় বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছাকাছি পৌঁছে গেছেন আর্সেনালের মেসুত ওজিল।  চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'এ' থেকে এরই মধ্যে ১৪ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্সেনাল। আর ক্লাবের এই সাফল্যের সময় ওজিলের ব্যক্তিগত সাফল্য নিয়েও চলছে বিস্তর আলোচনা।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল সহায়তা আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখন পর্যন্ত নিজ দলের সতীর্থদের ২৬টি গোলে সহায়তা করেছেন তিনি। অবশ্য সেটা একাধিক ক্লাবের হয়ে। অন্যদিকে রোনালদোর পরেই আছেন বার্সেলোনার লিওনেল মেসি।  চ্যাম্পিয়ন্স লিগে শুধু বার্সেলোনার হয়ে সতীর্থদের ২৪টি গোলে সহায়তা করেছেন তিনি। আর বিশ্বের সেরা এই দুই খেলোয়াড়ের কাতারে উঠে এসেছেন আর্সেনালের মেসুত ওজিল। জার্মান এই মিডফিল্ডার তার দলের খেলোয়াড়দের এখন পর্যন্ত ২৩টি গোলে সহায়তা করেছেন। আর একটি গোলে সহায়তা করলেই লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলবেন তিনি। আর সম্ভাবনাটা এই মৌসুমেই সবচাইতে বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন