News71.com
 Sports
 07 Dec 16, 04:06 PM
 634           
 0
 07 Dec 16, 04:06 PM

রাজস্ব ফাঁকি ।। ৬ বছর কারাদণ্ডের হুমকিতে রোনালদো 

রাজস্ব ফাঁকি ।। ৬ বছর কারাদণ্ডের হুমকিতে রোনালদো 

স্পোর্টস ডেস্কঃ  রিয়াল মাদ্রিদের সবচাইতে বেশি পারিশ্রমিক পান ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডের বিরুদ্ধে এবার বড় অঙ্কের রাজস্ব ফাঁকির মামলা করার প্রস্তুতি নিচ্ছে স্পেন। দেশটির রাজস্ব বিভাগের পক্ষ থেকে এই মামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলায় দোষী প্রমাণিত হলে বড় অঙ্কের অর্থ জরিমানার পাশাপাশি জেলে যেতে পারেন রিয়ালের এই তারকা। অবশ্য নিজের বিরুদ্ধে এই অভিযোগকে অপপ্রচার হিসেবে দেখছেন রোনালদো। কিন্তু এই তারকা স্ট্রাইকার জানিয়েছেন, কোন রাজস্ব ফাঁকি দেননি তিনি।

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ১৫ কোটি ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি। ইউরোপের গণমাধ্যমে ট্যাক্সে নথিপত্র উপস্থাপনা করে এ কথা জানানো হয়। গেস্থা নামে পরিচিত স্পেনের রাজস্ব বিভাগের কর্মকর্তা হোসে মারিয়া মলিদেনো বলেন, রোনালদো এই ট্যাক্স ফাঁকির সঙ্গে সরাসরি জড়িত থাকলে তার ৬ বছরের কারাদণ্ড হতে পারে।

তিনি বলেন, তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে। সেই হিসেবে প্রতি বছর রাজস্ব ফাঁকির জন্য ২ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। বিগত ৩ বছর নিয়ে তদন্ত হয়ে থাকলে এবং বিষয়টি প্রমাণিত হলে তার ৬ বছরের কারাদণ্ড হবে।

তিনি আরো বলেন, মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে এমন তথ্য আছে। তারা তারকা খেলোয়াড়। তাই বলে এমন নয়, অপরাধ করে পার পেয়ে যাবে। রোনালদোর তদন্ত নিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আমাদের কাছে যেই তথ্য প্রমাণ আছে। আমরা আশাবাদী, এই মামলা সরাসরি আদালতে উপস্থাপন করা সম্ভব হবে।

মাঠে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে রোনালদো।  তার দল রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকায় বেশ এগিয়ে আছে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও ১৬ দলের মধ্যে স্থান করে নিয়েছে তারা। গত মৌসুমেও তার সফলতা আকাশচুম্বী। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর নিজের জাতীয় দল পর্তুগিজের হয়ে ইউরো জয় করেছেন তিনি। এবার ব্যালন ডি'অর দৌড়েও তাকে এগিয়ে রাখা হয়েছে। মাঠের এই সফলতার মধ্যে এমন সংবাদ নিশ্চিতভাবেই তাকে নাড়া দিয়ে যাবে।

এর আগে গত কয়েক বছর মেসির রাজস্ব ফাঁকি নিয়ে মামলা চলেছে স্পেনের আদালতে। এতে বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে এই বার্সা তারকাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন