News71.com
 Sports
 06 Dec 16, 01:40 PM
 718           
 0
 06 Dec 16, 01:40 PM

প্রতিপক্ষ দলের আহ্বানে শাপেকোয়েনসেকে চ্যাম্পিয়ন ঘোষণা ।।

প্রতিপক্ষ দলের আহ্বানে শাপেকোয়েনসেকে চ্যাম্পিয়ন ঘোষণা ।।

স্পোর্টস ডেস্কঃ বিমান দুর্ঘটনায় দলের অধিকাংশ খেলোয়াড় হারানো ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসেকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা।

এই প্রতিযোগিতার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলতে যাওয়ার পথেই বিধ্বস্ত হয় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি। এতে ক্লাবটির ১৯ জন খেলোয়াড় ও কর্মকর্তাসহ বিমানের মোট ৭১ জন প্রাণ হারান। 

দুর্ঘটনার পর দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল তাদের সব ধরণের কর্মকাণ্ড স্থগিত করে। পরে প্রতিপক্ষ দলের চরম ক্ষতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করতে কনমেবল কর্তৃপক্ষের প্রতি আহ্বান ক্লাব নাসিওনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন