News71.com
 Sports
 08 Nov 16, 05:28 PM
 600           
 0
 08 Nov 16, 05:28 PM

তামিমের অর্ধশতকে কুমিল্লাকে ১৬২ রানের টার্গেট চিটাগাংয়ের

তামিমের অর্ধশতকে কুমিল্লাকে ১৬২ রানের টার্গেট চিটাগাংয়ের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬২ রানের টার্গেট দিয়েছে চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ফিফটি ও শোয়েব মালিকের অপরাজিত ৪২ রানের উপর ভর করে ১৬১ রান করে চিটাগাং।


এদিন টসে জিতে ভাইকিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে ভাইকিংসের হয়ে আসরের প্রথম ফিফটি তুলে নেন চিটাগাংয়ের ছেলে তামিম ইকবাল। রানআউট হওয়ার আগে ৫৪ বলের ইনিংসে ছিলো ৬টি বাউন্ডারি ও দুইটি ছক্কা। এছাড়া ২২ রান করে আউট হন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।

এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক অপরাজিত থাকেন ৪২ রানে। তার ৪৬ বলের ইনিংসে ছিলো দুটি চার ও দুটি ছক্কা। এর আগে ৪ নভেম্বর বিপিএল শুরু হলে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। পরে আবহাওয়া অফিসের তথ্য নিয়ে ৮ নভেম্বর থেকে পুনরায় বিপিএলে শুরু করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলে কমিটির এই প্রস্তাবে সাড়া দেন সম্প্রচার সত্বাধিকারী ও ফ্র্যাঞ্জাইজি মালিকরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন