News71.com
 Sports
 07 Nov 16, 07:03 PM
 726           
 0
 07 Nov 16, 07:03 PM

মিরাজের পারফরমেন্সে বিস্মিত জিওফ বয়কট

মিরাজের পারফরমেন্সে বিস্মিত জিওফ বয়কট

স্পোর্টস ডেস্ক:  ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে ১০৮ ইংল্যান্ডের হারে মোটেও অবাক হননি সর্বদা বাংলাদেশ বিরোধী কটু মন্তব্য করা জিওফ বয়কট। বরং সাবেক এই ইংলিশ কিংবদন্তি বিস্মিত হয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজের পারফর্মে।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদশকে নিয়ে কটুক্তি করেছিলেন বয়কট। এবার বদলে যাওয়া বাংলাদেশের উন্নতি চোখে পড়েছে বলে জানান বয়কট।

ঢাকা টেস্ট নিয়ে বয়কটকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘ইংল্যান্ডের শেষ ম্যাচটি জেতা উচিৎ ছিল। কিন্তু, তারা পারেনি। দেখুন, বাংলাদেশের সীমিত ওভারের পারফর্মগুলো দিনের পর দিন তারা উন্নতি করছে। সুতরাং, টেস্টে একদিন না একদিন বড় দলগুলোকে হারানো তাদের জন্য স্বাভাবিকই ছিল। ইংলিশদের হারানোয় তাই আমি মোটেই অবাক হইনি।’

এদিকে, বাংলাদেশের জয়ে বিস্মিত না হলেও টাইগার স্পিনার মিরাজের দুর্দান্ত পারফর্মে বিস্মিত হয়েছেন বয়কট। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট পাওয়া এই তরুণের উত্থানকে ক্রিকেটের জন্য ভালো ব্যাপার বলে মনে করেন বয়কট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন