News71.com
 Sports
 06 Nov 16, 05:49 PM
 624           
 0
 06 Nov 16, 05:49 PM

জিততে হলে রেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়াকে

জিততে হলে রেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়াকে

নিউজ ডেস্ক: চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলীয় ইনিংস ৪০৬, যেখানে পার্থ টেস্টে জিততে সফরকারী দক্ষিণ আফ্রিকা অজিদের ছুঁড়ে দিয়েছে ৫৩৯ রান। জয়ের জন্য শেষ দিন আরও ৩৭০ রান দরকার স্বাগতিক অস্ট্রেলিয়ার, হাতে রয়েছে ৬ উইকেট।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ২৪২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ভালো শুরু করেও অস্ট্রেলিয়া ২৪৪ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা ৫৪০ রানে ইনিংস ঘোষণা করে। ৫৩৯ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংস প্রোটিয়াদের হয়ে ডিন এলগার ১২৭ আর জেপি ডুমিনি ১৪১ রান করেন। এছাড়া, ফাফ ডু প্লেসিস ৩২, কুইন্টন ডি কক ৬৪, ভারনন ফিল্যান্ডার ৭৩ আর মহারাজ অপরাজিত ৪১ রান করেন।

বিশাল টার্গেটে চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া পেসার কেগিসো রাবাদার বোলিং তোপে পড়ে অজিরা। তিনটি উইকেট নেন এই পেসার। অজি ওপেনার শন মার্শ ১৫, ডেভিড ওয়ার্নার ৩৫ রান করে সাজঘরে ফেরেন। ওয়ার্নার রান আউট হন। উসমান খাজা ৫৮ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া, ১৫ রানে ব্যাট হাতে নামবেন মিচেল মার্শ। অজি দলপতি স্টিভেন স্মিথ ৩৪ আর অ্যাডাম ভোজেস ১ রান করে আউট হন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন