News71.com
 Sports
 05 Nov 16, 06:15 PM
 631           
 0
 05 Nov 16, 06:15 PM

টেস্টে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা

টেস্টে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:  এলগার, ডুমিনির শতরানের উপর ভ্রর করে পার্থে প্রথম টেস্ট নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। তৃতীয় দিন শেষে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৮৮ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। হাতে রয়েছে চার উইকেট।

প্রোটিয়াসদের এত শক্ত অবস্থান এনে দেয় ডিন এলগার (‌১২৭)‌ ও জে পি ডুমিনি (১৪১)। এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেটের জুটিতে ২৫০ রান যোগ করেছেন। তৃতীয় দিনের শেষে উইকেটে রয়েছেন কুইন্টন ডি কক (‌১৬)‌ ও ফিল্যান্ডার (২৩)‌।

প্রথম দিনের মতো বিপজ্জনকে হতে পারেননি অসি পেসাররা। দুটি করে উইকেট নিয়েছেন জোশ হ্যাজলেউড ও পিটার সিডল। প্রোটিয়াসদের দ্বিতীয় ইনিংসের রান ৩৯০/‌৬। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলেছিল ২৪২। জবাবে অস্ট্রেলিয়া করে ২৪৪।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন