News71.com
 Sports
 04 Nov 16, 12:46 PM
 719           
 0
 04 Nov 16, 12:46 PM

তামিমের দলে আছেন তাসকিন-গেইল

তামিমের দলে আছেন তাসকিন-গেইল

নিউজ ডেস্ক: গত আসরে ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন তামিম ইকবাল। তবে চিটাগং ভাইকিংসের দলগত পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। সেটা মাথায় রেখেই হয়তো এবার দল গড়েছে তারা।

ক্যারিবিয় দানব ক্রিস গেইলকে দলে টেনেছে চিটাগং ভাইকিংস। বোলিংয়ে রয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের আরেক বিস্ফোরক ব্যাটসম্যান ডোয়াইন স্মিথও রয়েছেন তামিমের দলে।

চিটাগং ভাইকিংসে আছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক, আফগানিস্তানের মোহাম্মদ নবী, নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়টরা। সব মিলে আসরের অন্যতম ফেবারিট হয়েই এবার মাঠে নামছে তামিমের দল।

চিটাগং ভাইকিংসের খেলোয়াড়রা :

দেশি খেলোয়াড় : তামিম ইকবাল (আইকন), আবদুর রাজ্জাক, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায়, সাকলাইন সজীব, শহীদুল ইসলাম, ইয়াসির আলী, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, জুবায়ের হোসেন।

বিদেশি খেলোয়াড়: ক্রিস গেইল, চতুরঙ্গা ডি সিলভা, জীবন মেন্ডিস, গ্রান্ট এলিয়ট, টাইমাল মিলস, মোহাম্মদ নবী, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, ইমরান খান জুনিয়র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন