News71.com
 Sports
 04 Nov 16, 12:33 PM
 666           
 0
 04 Nov 16, 12:33 PM

শেষ চার ম্যাচে খেলবেন গেইল

শেষ চার ম্যাচে খেলবেন গেইল

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল বিপিএলের চতুর্থ আসরে মাঠে নামবে চিটাগাং ভাইকিংসের জার্সিতে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের বড় এই বিজ্ঞাপনকে শুরু থেকে পাচ্ছে না চিটাগাং। ড্রাফটের বাইরে চুক্তিবদ্ধ হওয়া গেইল আসবেন শেষের দিকে। খেলবেন শেষ  চার ম্যাচ।

গেইল এলে প্রথমবারের মতো দেখা যাবে গেইল-তামিম ইকবাল জুটির ব্যাটিং। ভাইকিংস অধিনায়ক তামিম এখন ক্যারিবীয় তারকার অপেক্ষাতেই আছেন।

ওর (গেইল) সঙ্গে খেলতে নামার অপেক্ষায় আছি। আগে তো একসঙ্গে কখনও ব্যাটিং করিনি। আশা করি খেলতে নামলে ভিন্ন একটা অনুভূতি হবে। গেইল এমন একজন ব্যাটসম্যান, যেদিন খেলে সেদিন খেলাটা খুবই সহজ হয়ে যায়। নিঃসন্দেহে গেইলই টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বসেরা ব্যাটসম্যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন