News71.com
 Sports
 02 Nov 16, 05:28 PM
 683           
 0
 02 Nov 16, 05:28 PM

এবার বিপিএলে থাকছে ক্রিকেট দুনিয়ার সর্বাধুনিক প্রযুক্তি

এবার বিপিএলে থাকছে ক্রিকেট দুনিয়ার সর্বাধুনিক প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে বেশ সমালোচনার মুখে পড়েছিল ব্রডকাস্টার চ্যানেল নাইন। তাই চতুর্থ আসরে আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে তারা। এশিয়ায় প্রথমবারের মতো ব্যবহৃত হবে পিচ ক্যাম। এর আগে আফ্রিকায় একটি টুর্নামেন্টে ব্যবহার করা হয়েছিল এ প্রযুক্তি। এছাড়াও আল্ট্রা মোশন, আম্পায়ার ক্যামেরাসহ থাকছে মোট ২৮টি ক্যামেরা। ইন্টারনেটের তুমুল জনপ্রিয়তার কারণে প্রচার হবে ইউটিউবেও। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেল নাইনের হেড অব প্রোগ্রাম তানভীর খান।

আর প্রথমবারের মতো এবার ভারতে দেখানো হবে বিপিএলের ম্যাচ। ভারতের টিভি চ্যানেল সনি ইএসপিএন এবার বিপিএলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। যদিও গত বছর নিও স্পোর্টস বিপিএলের কয়েকটি ম্যাচ সম্প্রচার করেছিল। তবে এবারই সনি ইএসপিএন সবগুলো ম্যাচ সম্প্রচার করবে। তবে শুধু ভারতেই নয় কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের সবগুলো দেশ বিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। কানাডা ও যুক্তরাষ্ট্রে ইএসপিএন, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলো প্রাইম স্পোর্টস, পাকিস্তানে জিও টিভিতে প্রাচারিত হবে এ টুর্নামেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন