News71.com
 Sports
 01 Nov 16, 06:49 PM
 674           
 0
 01 Nov 16, 06:49 PM

সব দেশকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন ক্রিকেটার কুক

সব দেশকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন ক্রিকেটার কুক

 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ‘ভদ্রলোকের খেলা’ হলে ভদ্র ক্রিকেটারের তালিকায় সবার উপরেই থাকবেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। সাকিব-মিরাজের ঘূর্ণিবলে বিধ্বস্ত ,পরাজিত ইংল্যান্ড দলকে মাঠ ছাড়তে হয়েছে মাথা নিচু করেই। এই সফরে ওয়ানডে সিরিজ এমনকী প্রস্তুতি ম্যাচেও ঠোকাঠুকি লেগেছে দুই দলের ক্রিকেটারদের মাঝে। আজ আবার সাকিব স্টোকসকে আউট করে ‘গ্র্যান্ড স্যালুট’ দিয়েছেন। এসব গায়ে জ্বালা ধরা ঘটনার পরও দারুণ এবং অধিনায়কোচিত মনোভাবের পরিচয় দিলেন কুক।

বাংলাদেশ সফর দারুণ লেগেছে উল্লেখ করে কুক অন্যান্য দেশকেও বাংলাদেশ সফরে আসার আমন্ত্রন জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কুক এই আমন্ত্রন জানান। তিনি লিখেন, “গ্রহণ করা খুব কঠিন হলেও এই সিরিজ থেকে আমরা অনেক কিছুই শিখলাম যা ভারতের বিপক্ষে সিরিজে কাজে লাগবে। এমন দারুণ একটা টেস্ট সিরিজের জন্য সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশের। এই অসাধারণ সিরিজে আমি একটি দলের অধিনায়কত্ব করতে পের খুবই আনন্দিত।”এরপরের লাইনেই কুক লিখেছেন, “আমি এদেশে আসতে পেরে গর্বিত। সেই সাথে আমি মনে করি অন্যান্য দেশেরও ক্রিকেট খেলতে এদেশে আসা উচিৎ।”

উল্লেখ্য, গুলশান হামলার পরিপ্রেক্ষিতে যখন ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে টালমাটাল অবস্থা চলছিল, তখন এই অ্যালিস্টার কুক বাংলাদেশ আসার ঘোষণা দেন। যদিও তখন তার স্ত্রী সন্তানসম্ভবা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে এসেছিলেন কুক। টেস্ট সিরিজ শুরুর আগে আগে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তিনি সন্তানের মুখ দেখতে ইংল্যান্ডে গিয়ে আবারও ফিরে এসে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন