News71.com
 Sports
 28 Aug 16, 07:31 PM
 643           
 0
 28 Aug 16, 07:31 PM

নিজের বিদায়ী আন্তর্জাতিক ওয়ানডেতে দিলশানের ৪২ রান ।।

নিজের বিদায়ী আন্তর্জাতিক ওয়ানডেতে দিলশানের ৪২ রান ।।

 

স্পোর্টস ডেস্কঃ  নিজের শেষ এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৪২ রানে আউট হলেন শ্রীলংকার অভিজ্ঞ ওপেনার তিলকরত্নে দিলশান। রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ওপেনার হিসেবে খেলতে নেমে ৫টি চারের সহায়তায় ৬৫ বলে ৪২ রান করেন দিলশান।

সর্বশেষ পাওয়া খবরে ৪৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে শ্রীলংকা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে অবসরের ঘোষণা দিয়েছিলেন দিলশান। তাই ডাম্বুলার ওয়ানডেটি হলো তার শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এজন্য ম্যাচ শুরুর আগে দিলশানকে সম্মান জানান, দলের সতীর্থরা। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে দিলশানকে সম্মান জানান ম্যাথুজ-চান্ডিমাল-ডি সিলভারা।

সম্মান পেয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন দিলশান। তারপরও মনকে শক্ত করে ২২ গজে ব্যাট হাতে দারুণ শুরু করেন তিনি। নিজের নবম বল-এ বাউন্ডারি হাঁকান দিলশান। এরপর নিজের ইনিংসটাকে বড় করতে থাকেন এই ডান-হাতি ব্যাটসম্যান। পরবর্তীতে আরও ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ৬৫ বলে ৪২ রান করে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার বলে আউট হন দিলশান।

১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৮৭ টেস্টে ৫৪৯২, ৩২৯ ওয়ানডেতে ১০২৯০ ও ৭৮ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ১৮৮৪ রান করেন দিলশান। ওয়ানডেতে সর্বমোট রানের ক্ষেত্রে বিশ্বের মধ্যে ১১তমস্থানে রয়েছেন তিনি। আর শ্রীলংকার মধ্যে চতুর্থ স্থানে আছেন ৩৯ বছর বয়সী দিলশান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন