News71.com
 Sports
 28 Aug 16, 02:34 PM
 583           
 0
 28 Aug 16, 02:34 PM

বর্ণবাদের প্রতিবাদে জাতীয় সঙ্গীত গাইলেন না মার্কিন ফুটবলার ।।

বর্ণবাদের প্রতিবাদে জাতীয় সঙ্গীত গাইলেন না মার্কিন ফুটবলার ।।

 

স্পোর্টস ডেস্কঃ  ক্লাবের মাঝে বর্ণবাদের প্রতিবাদে জাতীয় সঙ্গীতের সময়ে উঠে দাঁড়াতে অস্বীকৃতি জানালেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের জনপ্রিয় কোয়ার্টার ব্যাক কলিন কিপারনেক। শুক্রবার গ্রিন বে প্যাকার্স-এর সঙ্গে নিজেদের মাঠে ওই খেলার আয়োজন করে স্যান ফ্রান্সিসকো ৪৯এয়ারস। কলিন কায়েপারনিক নামের ওই আমেরিকান ফুটবল খেলোয়াড় খেলার আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বেজে উঠতেই মাঠে বসে পড়েন।

এই ঘটনার পর মাঠে উপস্থিত তার অনেক সমর্থকও তাকে দুয়োধ্বনি দিয়েছেন। তবে তার দল স্যান ফ্রান্সিসকো ৪৯এয়ারস পাশে দাঁড়িয়ে বলেছে, ‘আমরা ব্যক্তিগত প্রতিবাদের অধিকারকে সমর্থন করি। জাতীয় সঙ্গীতকে উদযাপন করা না করাটাও ব্যক্তিগত বিষয়। কলিনেরও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে।’

কলিন তার প্রতিবাদের সমর্থনে বলেন, ‘আমি এমন একটি দেশের পতাকাকে সম্মান জানিয়ে উঠে দাঁড়াতে চাই না, যেখানে কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য মানুষকে রঙের ভিত্তিতে শোষণ করা হয়।’

এনএফএল মিডিয়াকে কলিন বলেন, ‘আমার কাছে এই প্রতিবাদ ফুটবলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর এ থেকে ভিন্ন কিছু চিন্তা করাটা আমার কাছে স্বার্থপরতা বলে মনে হয়।’

এনএফএল-এর এক মুখপাত্র জানিয়েছেন, তারা জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের উঠে দাঁড়াতে উৎসাহিত করেন। কিন্তু তা বাধ্যতামূলক নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন