News71.com
 Sports
 20 Aug 16, 01:34 AM
 585           
 0
 20 Aug 16, 01:34 AM

রিও অলিম্পিক : ব্যাডমিন্টনে ইতিহাসের পাতায় জাপান

রিও অলিম্পিক : ব্যাডমিন্টনে ইতিহাসের পাতায় জাপান

স্পোর্টস ডেস্কঃ অলিম্পিকে এবারই প্রথমবারের মতো ব্যাডমিন্টন ইভেন্টে স্বর্ণ জয়ের কীর্তিতে নাম লিখিয়েছে জাপান। মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে প্রথম সেটে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মিসাকি মাতসুতোমো ও আইয়াকা তাকাহাসি জুটি।

রিও ডি জেনিরোতে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনালই উপভোগ করেন দর্শকরা। ২১-১৮ পয়েন্টে প্রথম সেটটি জিতে নেন ডেনমার্কের ক্রিস্তিনা পেদেরসন ও কামিলা রিতার জুটি। দ্বিতীয় সেটেই ২১-৯ পয়েন্টের দাপুটে জয়ে ম্যাচে ফেরেন জাপানিজরা।

বলা যায়, তৃতীয় ও শেষ সেটে তীরে এসে তরী ডোবায় ডেনমার্ক। ম্যাচে তখন ১৯-১৬ পয়েন্টে এগিয়ে পেদেরসন-রিতার। দুই পয়েন্ট পেলেই গোল্ড মেডেল নিশ্চিত। ওখান থেকেই উল্টো ডেনিসদের হতাশায় ডুবিয়ে টানা পাঁচ পয়েন্টে (২১-১৯) বাঁধভাঙা উল্লাসে মাতেন মাতসুতোমো ও তাকাহাসি। অপরদিকে, তৃতীয় স্থান নির্ধারণীতে চীনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন