News71.com
 Sports
 27 Oct 24, 06:22 PM
 32           
 0
 27 Oct 24, 06:22 PM

৭-১ গোলে ভূটানক্ উড়িয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ॥

৭-১ গোলে ভূটানক্ উড়িয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ॥

স্পোর্টস ডেস্কঃ এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অপেক্ষাকৃত দুর্বল পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বসে সাবিনা খাতুনরা। তবে এর পর থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে পিটার বাটলারের দল। শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। আজ সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবারও ফাইনালে ওঠার পথে এই ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল সাবিনা-মনিকা চাকমাদের বাংলাদেশ। গতবারের তুলনায় এবার বেশি শক্তি নিয়েই টুর্নামেন্টে এসেছিল ভুটানিজরা। তবে বাংলাদেশের সঙ্গে এবারও কুলিয়ে উঠতে পারেনি পাহাড়ঘেরা দেশটি। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যে যারা জয়ী হবে তাদের সঙ্গেই ফাইনাল খেলবে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন