News71.com
 International
 15 May 16, 10:11 PM
 562           
 0
 15 May 16, 10:11 PM

ভারতের উদ্ভাবিত প্রযুক্তিতে তৈরি যান মহাকাশে পাঠাচ্ছে ইসরো...

ভারতের উদ্ভাবিত প্রযুক্তিতে তৈরি যান মহাকাশে পাঠাচ্ছে ইসরো...

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি প্রযুক্তির ভরসা ছেড়ে নিজস্ব প্রযুক্তির ব্যবহার করছে ভারত। এবার সেই প্রচেষ্টাতেই সব থেকে মূল্যবান সংযোজন ঘটাতে চলেছে ইসরো। এই প্রথম সম্পূর্ণভাবে দেশীয় তৈরি একটি মহাকাশযান পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠাচ্ছে ইসরো। বর্ষা পড়লেই শ্রীহরিকোটা থেকে আকাশ পাড়ি দেবে একেবারে স্বদেশি এই রিইউজেবল লঞ্চ ভেহিকল- টেকনোলজি ডেমনোস্ট্রেটর বা সংক্ষেপে আরএলভি- টিডি। বঙ্গোপসাগরের ভার্চুয়াল রানওয়ের ওপর পাক দেবে এটি। এই উড্ডায়নের মাধ্যমে পরখ করা হবে শব্দের থেকে বেশি দ্রুত ভ্রমণের ক্ষমতা এটির আছে কিনা, যাকে বলে হাইপার সনিক এক্সপেরিমেন্ট।

যানটি নিয়ে দেশীয় মহাকাশচর্চায় এত বড় উড্ডায়নের প্রহর গুণছে ইসরো, আজ শ্রীহরিকোটায় সেটিকেই দেখা গেল । আকারে, ওজনে কোনওদিকেই একটি এসইউভি-র থেকে বড় নয় এই মেড ইন ইন্ডিয়া মহাকাশযান।

বৈজ্ঞানিকদের আশা, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি কাজে লাগিয়ে এই মহাকাশযান উড্ডায়নের খরচ অন্তত দশগুণ কমিয়ে আনতে পারবেন তাঁরা। এর আগেও যে ন্যূনতম অর্থব্যয়ে ইসরো সফল মঙ্গল অভিযান করে, তা নাসাও কল্পনা করতে পারেনি। আরএলভি- টিডি তৈরিতে সময় লেগেছে ৫ বছর, কেন্দ্র এতে বিনিয়োগ করেছে ৯৫ কোটি টাকা। তবে মহাকাশে পাকাপাকিভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযান পাঠানো এখনও ১০- ১৫ বছরের ধাক্কা। সম্ভবত আরএলভি-র নাম রাখা হবে ‘কালামযান’, প্রাক্তন রাষ্ট্রপতি ও মহাকাশ বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের স্মৃতিতে। মহাকাশচর্চায় ভারতকে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে দেখার স্বপ্ন বরাবর পোষণ করেছেন যিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন