News71.com
 International
 08 Jul 25, 11:00 AM
 5           
 0
 08 Jul 25, 11:00 AM

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০॥ এখনও নিখোঁজ অনেকেই  

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০॥ এখনও নিখোঁজ অনেকেই   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। নিহতদের মধ্যে অন্তত ২৮ জন শিশু। এখনো বহু মানুষ নিখোঁজ। টেক্সাসের সেন্ট্রাল হাইল্যান্ড অঞ্চলের নদ-নদীগুলোতে পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কের কাউন্টিতে। এই কাউন্টিতেই অঙ্গরাজ্যটির বিখ্যাত ‘ক্যাম্প মিস্টিক’ ও আরও বেশ কিছু গ্রীষ্মকালীন শিবির অবস্থিত। কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এখানেই ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পে থাকা ২৭ জন আকস্মিক বন্যার তোড়ে ভেসে যান এবং পরে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন