News71.com
 International
 08 Jul 25, 10:56 AM
 5           
 0
 08 Jul 25, 10:56 AM

কেনিয়াতে সরকারবিরোধী বিক্ষোভ॥পুলিশের গুলিতে নিহত ১১  

কেনিয়াতে সরকারবিরোধী বিক্ষোভ॥পুলিশের গুলিতে নিহত ১১   

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সোমবার পুলিশের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, গণতন্ত্রপন্থি বিক্ষোভের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার এক বিবৃতিতে কেনিয়ার পুলিশ জানায়, বিক্ষোভে অন্তত ৫২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ১৯৯০ সালের ৭ জুলাই কেনিয়ার গণতন্ত্রপন্থি বিক্ষোভকে স্থানীয় ভাষায় ‘সাবা সাবা’ আন্দোলন বলে অভিহিত করা হয়। কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোইয়ের বিরুদ্ধে এ আন্দোলন হয়েছিল। দিনটির স্মরণে প্রতি বছরের জুলাইয়ে কেনিয়ার মানুষ মিছিল বের করে। তবে এবার মিছিলটি কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে বড় আকার ধারণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন