আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সোমবার পুলিশের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, গণতন্ত্রপন্থি বিক্ষোভের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার এক বিবৃতিতে কেনিয়ার পুলিশ জানায়, বিক্ষোভে অন্তত ৫২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ১৯৯০ সালের ৭ জুলাই কেনিয়ার গণতন্ত্রপন্থি বিক্ষোভকে স্থানীয় ভাষায় ‘সাবা সাবা’ আন্দোলন বলে অভিহিত করা হয়। কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোইয়ের বিরুদ্ধে এ আন্দোলন হয়েছিল। দিনটির স্মরণে প্রতি বছরের জুলাইয়ে কেনিয়ার মানুষ মিছিল বের করে। তবে এবার মিছিলটি কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে বড় আকার ধারণ করে।