News71.com
 International
 09 Jul 25, 06:39 PM
 5           
 0
 09 Jul 25, 06:39 PM

চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র॥  

চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র॥   

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় এ সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি সম্ভব হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।এই ইস্যুতে আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধবিরতির সম্ভাবনা ছাপিয়ে গাজায় ইসরাইলি আগ্রাসন চলছেই। মঙ্গলবারও (৮ জুলাই) গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে গাজা সিটির জয়তুন হাসপাতালের কার্যক্রমও পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। একইদিন, পশ্চিম তীরের সাইর গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুখোশধারী দখলদারদের লাঠি হাতে দেখা যায়, আর ফিলিস্তিনিরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। ইসরাইলি মানবাধিকার সংস্থা জানায়, হামাস-ইসরাইল যুদ্ধে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বেড়েছে আশঙ্কাজনক হারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন