News71.com
 International
 14 May 16, 11:07 PM
 706           
 0
 14 May 16, 11:07 PM

রাশিয়ার নৌযান আটক করেছে উত্তর কোরিয়ার কোস্টগার্ড।।

রাশিয়ার নৌযান আটক করেছে উত্তর কোরিয়ার কোস্টগার্ড।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপান সাগরে রাশিয়ার একটি ইয়ট নৌযান আটক করেছে উত্তর কোরিয়ার কোস্টগার্ড। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইয়টটি দক্ষিণ কোরিয়ার বন্দর নগর বুসান থেকে রাশিয়ার ভ্লাদিভস্টকে ফিরছিল। গতকাল শুক্রবার রাশিয়া উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে সেটিকে আটক করা হয়। আটকের পর উত্তর কোরিয়ার কোস্টগার্ড ইয়টটি কিমচায়েক বন্দরে নিয়ে যায়। ইয়টটিতে পাঁচ জন ক্রু ছিল। তারা দক্ষিণ কোরিয়ায় আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণের পর রাশিয়া ফিরছিল। ক্রুরা সবাই নিরাপদে আছে। উত্তর কোরিয়ার কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ক্রুদের দ্রুত ছেড়ে দিতে বলা হয়েছে বলেও জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার যে অল্প কয়েকটি দেশের সঙ্গে সদ্ভাব রয়েছে রাশিয়া তার অন্যতম। রাশিয়ার কনস্যুল জেনারেল ক্রুদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন