আন্তর্জাতিক ডেস্কঃ গত ৯ই মে ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দি হিন্দু ‘বাংলাদেশে’ ব্যাটল ফর ইটস ফিউচার’ শীর্ষক একটি সম্পাদকীয় প্রকাশ করেছিল। গতকাল ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ শিরোনামে চিঠিপত্র কলামে তারা একটি সংক্ষিপ্ত মতামত ছাপা হয়েছে। অস্ট্রেলিয়ার শেল কোভ থেকে এ. মেঘনা লিখেছেন, একটি সমাজ যেখানে তার বুদ্ধিজীবীদের মত প্রকাশকে অবদমন করা হয়, সেই সমাজ দ্রুত বা বিলম্বে উগ্রপন্থাকে গ্রহণ করবে। ইসলামসহ কোনো মহান ধর্মই নিরীহ নাগরিকের ওপর নিষ্ঠুর আক্রমণ সমর্থন করে না। এটা লজ্জার বিষয় যে, ওই ধরনের আক্রমণ বাংলাদেশে পৌনঃপুনিক ঘটে চলেছে। কারণ বাংলাদেশ মৌলিক মানবাধিকারের মধ্যে সব থেকে যেটি মৌলিক সেই বাঁচার অধিকারের নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক হামলাগুলোর প্রতি সরকারের অসাড়তা এটাই উদ্ঘাটন করে যে, রাজনৈতিকভাবে ধর্মীয় উগ্রপন্থা দমনে সরকার অস্বস্তিতে ভুগছে।
দি হিন্দুর ওই সম্পাদকীয়তে বলা হয়েছিল, বাংলাদেশে উদারনৈতিক, ব্লগার, ধর্মনিরপেক্ষতাবাদী ও এলজিবিটি কর্মী হত্যা অব্যাহত রয়েছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রকৃত পরিচয় কী তা ব্যাপকভাবে প্রশ্নসাপেক্ষ। শীর্ষস্থানীয় ইসলামী গ্রুপ জামায়াত ইসলামি আক্রমণগুলোর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে চলছে। আবার ইসলামী রাষ্ট্রকে জড়িত করার চেষ্টার সঙ্গেও অনেকে দ্বিমত করেন। কিন্তু এসবের দিকে আপনি যেদিক থেকেই দেখেন না কেন, এর সঙ্গে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে যুদ্ধ চলমান রয়েছে তা থেকে বিচ্ছিন্ন করা চলে না।
এতে আরও বলা হয়েছে, দেশটির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রশ্নে যে দুই ধারার লড়াই যে চলমান, এসব হামলা তার ইঙ্গিতবহ। প্রথম ধারার কল্পনায় আছে, বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের সাংস্কৃতিক ও ভাষাগত কর্তৃত্ববাদের বিরুদ্ধে উদার, ধর্মনিরপেক্ষ ও সিভিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
দ্বিতীয় ধারার কল্পনায় আছে, দেশটি কোনো সিভিক শর্তে থাকবে না, এটা থাকবে পলিটিক্যাল ইসলামের আরেকটি আউটপোস্ট হয়ে। আর এই স্ববিরোধিতার মধ্যখানে রাইটস অ্যাক্টিভিস্টরা (অধিকার বিষয়ক কর্মীরা) ইসলামপন্থিদের শত্রুতে পরিণত হয়েছে। শাহবাগ আন্দোলন সেই আদর্শগত লড়াইয়ের ফসল।
সম্পাদকীয়তে বলা হয়, ইসলামপন্থিদের হুমকি সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামিলীগ যে, যুদ্ধারপরাধের বিচারে ট্রাইব্যুনাল গঠন করেছে সেজন্য ধন্যবাদ তার প্রাপ্য। প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথকে স্তব্ধ করে দিতে জামায়াত ইসলামীর প্রচেষ্টা, যে সংগঠনটি কিনা সামরিক সরকার ও বিএনপি সরকারের সঙ্গে দোস্তি করেছিল তাদের প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখতে সংকল্পবদ্ধ। কিন্তু সরকার ব্লগার ও অন্যান্য হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ব্যর্থ হয়েছে। সম্ভবত এটা করলে ইসলামপন্থিদের দ্বারা তাকে আরো বড় বাধার সম্মুখীন হতে হবে সেই ভয়ে সরকার বিরত রয়েছে। এরপর আরও বলা হয় যে, শেখ হাসিনা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎকে বিপদাপন্ন করে তুলবেন যদি না তার সরকার রাইটস আ্যাক্টিভিস্টদের পক্ষে না দাঁড়ান। ইতিমধ্যে ইসলামি রাষ্ট্র যারা বাংলাদেশে ইসলামপন্থিদের হামলায় উৎসাহিত হয়ে বাংলাদেশে তাদের ভিত শক্তিশালী ও গভীরতর করার ঘোষণা দিয়েছে। সরকার যত দীর্ঘ সময় ধর্মনিরপেক্ষতার যুদ্ধের সাইডলাইনে নিজকে সামিল রাখবে ততদিন উগ্রপন্থি শক্তিগুলো শক্তিশালী হতে থাকবে।